সোমবার, মে ১৯, ২০২৫
Led02সদর

খানপুরে বসতবাড়িতে চুলা থেকে আগুন

লাইভ নারায়ণগঞ্জ: খানপুরের এক বতসবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) বিকেলে খানপুর হাসপাতাল এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ফায়ার ম্যান বাবুল হোসেন।

তিনি বলেন, ৬টায় তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তব আমাদের যাওযার আগেই সেখানের আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেছিলো। যানতে পেরেছি গ্যাসের চুলা থেকে আগুন থেকে আগুন লেগেছে। তবে এখনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা ছোট একটি ঘটনা ছিলো।

RSS
Follow by Email