জিসানের মুক্তির দাবিতে না.গঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংবাদিক জিসানের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৮ মে) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকরা।
মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন বলেন, প্রশাসনে যারা আছেন তারা ভাল করে জানেন। এক এগারোর সময় যখন সকলে চুপ ছিল তখন সাংবাদিকেরা কথা বলেছে। জুলাই আন্দোলনে যখন গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছিল তখন গণমাধ্যম দাঁড়িয়েছিল। আজ আবারও গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের বিভাজনের কারণে সাংবাদিকেরা নিগৃহীত হচ্ছে। হামলা মামলার শিকার হচ্ছে। আদর্শ থাকতেই পারে, কিন্তু কোন গণমাধ্যম কর্মী আক্রান্ত হলে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। সাংবাদিকদের যারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন এর ফলাফল ভাল হবে না। ফতুল্লায়ও এক সাংবাদিককে মামলায় জড়াতে চেষ্টা করা হচ্ছে। আমি বলতে চাই, সাংবাদিকেরা যদি রাস্তায় নেমে আসে এটা আপনাদের জন্য ভাল হবে না।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আজ নয় মাস হয়ে গেছে। এ অবস্থা দেখার জন্য কী জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই বিপ্লব পরিবর্তনের জন্য। কিন্তু সেই পরিবর্তন কী হয়েছে। বিএনপি সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা আমরা মানি আর না মানি। কিন্তু বিএনপির কিছু নেতা ক্ষমতায় না যেতেই যা শুরু করেছেন। এতে আমরা শঙ্কিত, তারা ক্ষমতায় আসলে কী করবেন। আমরা আশাবাদী কারণ বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের অতীত আমাদের সামনে রয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তার দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস করলে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তারা অপারেশন ক্লিনহার্ট করেছিল, র্যাব নামিয়েছিল। অন্যদিকে বিগত আমলে আমরা দেখেছি যত বড় অপরাধী তত বড় প্রমোশন। তারা অপরাধীদের প্রমোশন দিত। একারণেই পাঁচ আগষ্ট ঘটেছে। আওয়ামী লীগের পাঁচটি আসনের এমপিদের আমালনামা আমাদের কাছে আছো তারা কী করেছেন আমরা জানি।
তিনি বলেন, বিএনপিতে কেউ অপরাধ করলে সাংগঠনিক ব্যাবস্থা নিচ্ছে। বিএনপিকে পুরোপুরি দোষারোপ করা যায় না কারণ তারা ক্ষমতায় নেই। বিগত সরকারের আমলে সমস্ত গণমাধ্যম সরকারের দালালে পরিনত হয়েছিল। কিন্তু নারায়ণগঞ্জে তারা সেটা পারেনি। কারণ নারায়ণগঞ্জের লেকাল প্রত্রিকা ও অনলাইনে সেসময় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল।
প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে জিসান যে যুক্ত ছিল এবং সে যে সাংবাদিকতার সাথে যুক্ত ছিল একথা এখানে সকলেই বলেছে। আমি জিসানের মুক্তি দাবী করছি। সেই সাথে মামলা থেকে যেন তাকে বাদ দেয়া হয় সেই দাবীও জানাচ্ছি।
মানববন্ধনে টেলিভিশন, জাতীয় পত্রিকা, স্থানীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।