সাবেক মেয়র আইভী গ্রেপ্তার: এবার বাধা দেয়ার অভিযোগে আরেক যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তারের চেষ্টাকালে, বাধা দেওয়ার অভিযোগে মো. রিয়াদ আহমেদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত রিয়াদ দেওভোগ পাক্কারোড এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মো. বাবুল মিয়া। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তার করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে মো. রিয়াদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, একই ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানকেও গ্রেপ্তার করা হয়েছে। জিসানকে গ্রেপ্তারের পর বিভিন্ন মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দাবি করেছেন যে, আইভিকে গ্রেপ্তারের চেষ্টায় বাধার ঘটনার সাথে জিসানের কোনো সংযোগ নেই। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের বাকস্বাধীনতা হরণের উদ্দেশ্যেই জিসানকে গ্রেপ্তার করা হয়েছে।