শনিবার, মে ১৭, ২০২৫
Led04সদর

নগরীর জিমখানায় ছুরিকাঘাতে যুবক খুন

লাইভ নারায়ণগঞ্জ: রাতের নিস্তব্ধতা ভেঙে নগরীর জিমখানা এলাকায় ছড়িয়ে পড়ে রক্ত আর আর্তনাদের চিহ্ন। বুধবার সিটি পার্কের গেইটের সামনে রাত সাড়ে দশটার দিকে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে প্রাণ হারান শাহাদাত (২৫) নামের এক যুবক। নতুন জিমখানা এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্বপনের ভাড়াটিয়া শাহাদাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কয়েকজন যুবক শাহাদাতের সাথে তর্কাতর্কি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং শাহাদাতের শরীরে একের পর এক ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে রক্তাক্ত শাহাদাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শোকার্ত বড় বোন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাসির আহমেদ এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহাদাতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি উল্লেখ করেন যে, নিহত শাহাদাত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ধারণা করা হচ্ছে, এই ব্যবসার নিয়ন্ত্রণ বা ভাগাভাগি নিয়েই প্রতিপক্ষের সাথে তার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই হত্যারহস্য উদঘাটন এবং পলাতক আসামীদের খুঁজে বের করতে জোরেশোরে অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিটি কর্পোরেশনের জল্লাপাড়া পার্কটি শুধু মাদক ব্যবসার কেন্দ্র নয়, এটি কিশোর গ্যাংয়ের অবাধ বিচরণক্ষেত্র। এই গ্যাংয়ের সদস্যরা প্রায়শই পার্কে আগত নারীদের উত্যক্ত করে এবং স্বামী-স্ত্রীসহ যুবক-যুবতীদের হয়রানি করে থাকে। কেউ এর প্রতিবাদ করলে, তারা মারমুখী আচরণ করে। দীর্ঘদিন ধরে এই অপকর্ম চললেও, স্থানীয়রা বলছেন প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

RSS
Follow by Email