বন্দরে গোসল করতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বজ্রপাতে প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকার একটি পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম নিরব (১৪)। সে স্থানীয় সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে এবং সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফিরে নিরব তাদের পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ প্রবল ঝড় শুরু হয় এবং বজ্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শিকার হয়ে নিরব পানিতে ডুবে যায় এবং তীরে উঠতে পারেনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে তার নানা কবির হোসেন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তিনি পুকুরের পানির নিচ থেকে নিরবের নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত তাকে প্রথমে স্থানীয় আবুল বাশার হাসপাতাল এবং পরে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই নিরবের মৃত্যু হয়েছে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. তরিকুল ইসলাম এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।