না.গঞ্জে বোঝা নামলো রাজনৈতিক মামলার, ২৮৯টি মামলা প্রত্যাহার
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৮৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত রোববার এই আদেশ জারি করে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।
বিগত সরকারের আমলে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের চাপে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ আরও রয়েছে, এসকল মামলার অধিকাংশই ছিল ভিত্তিহীন ও গায়েবি ঘটনার ওপর তৈরি করা। এসব গায়েবি মামলার প্রায় ৮০ শতাংশ আসামিই ছিলেন বিএনপি’র নেতাকর্মী।
দীর্ঘদিন ধরে বিএনপি’র নেতাকর্মীরা এসব মামলায় মাসের পর মাস আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে তাদের জেলও খাটতে হয়েছে।