বুধবার, মে ১৪, ২০২৫
Led03রাজনীতি

সিটি কর্পোরেশনে হামলা: জামায়াতের তীব্র নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবনে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ মে) আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা অটোচালক সেজে যানজট নিরসন কর্মী ও নগর ভবনের কর্মচারীদের উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।

নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দীন আহমাদ, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক যৌথ বিবৃতিতে এই হামলার প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। একইসাথে, অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বৈষম্যহীন একটি নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে ’২৪ এর গণবিপ্লব হয়েছিল। এদেশে কোনো দখলবাজ বা সন্ত্রাসীদের আস্তানা আর গড়ে ওঠার সুযোগ নেই। আমরা আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এ ধরনের ঘৃণ্য কাজ বরদাশত করব না।”

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে বা যারা সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাবে, তাদের কঠোর হাতে দমন করে জনগণের মনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন।”

জামায়াত নেতৃবৃন্দ এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

RSS
Follow by Email