বুধবার, মে ১৪, ২০২৫
Led02জেলাজুড়েশিক্ষা

শিক্ষার্থীদের অনুপ্রেরণায় ডিসি ‘শুধু পরীক্ষায় নয়, জীবনেও সফল হও’

লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি পরীক্ষার শেষ ঘণ্টা বাজার পর, নারায়ণগঞ্জের আইটি স্কুলের প্রাঙ্গণে এক ভিন্ন চিত্র দেখা গেল। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ অথচ স্নেহপূর্ণ বার্তা নিয়ে এলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শুধু ভালো নম্বর নয়, বরং একজন খাঁটি মানুষ হিসেবে জীবন গড়ার মন্ত্রণা দিলেন তিনি।

পরীক্ষা শেষে অপেক্ষারত শিক্ষার্থীদের মাঝে যখন কিছুটা বিষাদের সুর, ঠিক তখনই জেলা প্রশাসকের আগমন এক নতুন উষ্ণতা নিয়ে এলো। হাসিমুখে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দিলেন এক টুকরো মিষ্টি, আর সেই সাথে ঝরালেন অমূল্য কিছু কথা। “শুধু কেতাবি জ্ঞান অর্জন করলেই চলবে না, জীবনে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে হবে,” – এই ছিল তাঁর মূল সুর।

তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জে এ বছর এসএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত জেলা প্রশাসন শিক্ষার্থীদের পাশে ছিল, এমনটাই অনুভব করাতে চেয়েছেন তিনি। পড়ালেখার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি একইসাথে মানবিক মূল্যবোধের ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করার এই উদ্যোগ শুধু আইটি স্কুলেই সীমাবদ্ধ নয়। জেলার প্রতিটি উপজেলায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও একই বার্তা নিয়ে পৌঁছে গেছেন শিক্ষার্থীদের কাছে, শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে আলোচনা করছেন।

এদিনের এই বিশেষ মুহূর্তে জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে বিদায়ী শিক্ষার্থীদের মনে এক গভীর রেখাপাত করলো, যা তাদের ভবিষ্যৎ পথচলায় পাথেয় হবে।

RSS
Follow by Email