পালাবার পথে ধরাশায়ী! পিরোজপুরের সাবেক চেয়ারম্যান মাসুম গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম আকস্মিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছেন। সোমবার (১২ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বর্তমানে মাসুম ইমিগ্রেশন পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন। তার বিরুদ্ধে সম্প্রতি নারায়ণগঞ্জে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও নথিভুক্ত আছে বলে জানায় পুলিশ।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. মফিজুল রহমান এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “মাসুমকে কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা বিদ্যমান।”