সোমবার, মে ১২, ২০২৫
Led05সোশ্যাল মিডিয়া

শংকর-রুনু ও রানা লায়ন্স জেলা গভর্নর নির্বাচিত

লাইভ নারায়ণগঞ্জ: লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের প্রাক্তন সভাপতি লায়ন শংকর রায় মনা। রবিবার (১১ মে) হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত লায়ন্স জেলা কনভেনশনে সারা বাংলাদেশের ১০৮টি ক্লাবের ডেলিগেটদের ভোটে তিনি এই সম্মান অর্জন করেন।

এছাড়াও, আগামী ২০২৬-২৭ বর্ষের জন্য প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু এবং ২০২৭-২৮ বর্ষের জন্য দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের প্রাক্তন সভাপতি লায়ন এমরান ফারুক মঈন রানা। লায়ন রানা নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত প্রাক্তন জেলা গভর্নর প্রয়াত লায়ন ফারুক মঈনের ছেলে।

এর আগে গত শুক্রবার বিকেলে ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এই কনভেনশনের ৩০তম বার্ষিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাবেক পরিচালক লায়ন মোসলেম আলী খান, লায়ন্স কাউন্সিল পরিচালক লায়ন ফারহানা বকসি, আন্তর্জাতিক পরিচালক প্রার্থী লায়ন নাজমুল হক এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু প্রমুখ।

উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জ থেকে লায়ন ফারুক মঈন, লায়ন রফিকউদ্দিন ভূঁইয়া, লায়ন এডভোকেট শওকত আলী, লায়ন আখতারুজ্জামান, লায়ন নাছিরউদ্দিন এবং লায়ন আবদুল ওহাব জেলা গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

RSS
Follow by Email