মঙ্গলবার, মে ১৩, ২০২৫
Led04বন্দর

বন্দরে মদপানে মেম্বার পুত্রের মৃত্যু, বন্ধু গণপিটুনির শিকার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মদ পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের বন্ধু হাসানকে (২৫) গণপিটুনি দিয়েছে রাজিবের স্বজনরা। গুরুতর আহত হাসান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত যুবকের নাম রাজিব (৩২)। সে বন্দর উপজেলার ভাটগাঁও এলাকার নুরুল হক মেম্বারের ছেলে। এই ঘটনায় শনিবার (১০ মে) রাতে নুরুল হক বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বুধবার (৭ মে) রাতে বন্দর উপজেলার মালিবাগস্থ সাবেরবাগ এলাকার সোহেল মিয়ার বাড়িতে এই মদপানের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউপি মালিবাগ সাহেবের বাগ এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহেলের বাড়িতে গত বুধবার রাতে রাজিব ও তার বন্ধু হাসানসহ ৩/৪ জন মিলে পার্শ্ববর্তী বটতলা গ্রামের সাদিয়া (২৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে নিয়ে মদ পান করছিলেন। মদপানের পর রাজিব অসুস্থ হয়ে পড়লে বন্ধু হাসান তাকে বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তীতে রাজিবের পরিবারের লোকজন তাকে সাইনবোর্ডের প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করে। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শুক্রবার (৯ মে) বিকেলে তার মৃত্যু হয়। রাজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে বন্ধু হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, মদপানে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় নিহতের পিতা একটি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RSS
Follow by Email