ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন: জেনারেল গ্রুপে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এসোসিয়েট গ্রুপে লড়াই
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনে জেনারেল গ্রুপে বর্তমান সভাপতি এম সোলায়মানসহ ১৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তবে এসোসিয়েট গ্রুপের ৬টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় এই গ্রুপের প্রার্থীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
শনিবার জেনারেল গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মেয়ের অসুস্থতাজনিত কারণে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তাজুল ইসলাম বর্তমান সভাপতি এম সোলায়মানের প্যানেলের প্রার্থী ছিলেন।
নির্বাচনে জেনারেল গ্রুপ থেকে এম সোলায়মানের নেতৃত্বে ১৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজনসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অন্যদিকে, এসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমানের নেতৃত্বে ৬ জন এবং স্বতন্ত্র হিসেবে আরও দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেনারেল গ্রুপের এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মো. মাহমুদুল হোসেন লিংকন খান ও মো. বিল্লাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
এসোসিয়েট গ্রুপের প্রার্থীরা হলেন মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর। এই গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে শ্রী প্রবীর কুমার সাহা, সদস্য হিসেবে মো. হাবিব ইব্রাহিম ও ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ) দায়িত্ব পালন করছেন। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইয়ুব, সদস্য মো. নিছারউদ্দিন কামাল ও মো. মকবুল হোসেন দায়িত্ব পালন করছেন।