হামলা, অপমান, অতঃপর বিষপান: আড়াইহাজারে প্রাণ দিলেন বিল্লাল
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বসতবাড়ি দখলের চেষ্টার জেরে হামলার শিকার ও পরবর্তীতে অপমানে কীটনাশক পান করে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় রবিবার (১১ মে) বিল্লালের স্ত্রী জমেলা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় আলমগীর হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন।
অভিযুক্ত আসামিরা হলেন, আড়াইহাজারের মৃত তাইজুদ্দিন চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন (৫৫), মৃত সামাদের ছেলে ভুট্টু (৪৫), মৃত গাফফারের ছেলে হাবিবুর (৩২) এবং মৃত আজুর ছেলে ইকবালসহ (বাকি দুজনের নাম পাওয়া যায়নি) অজ্ঞাত আরও ৫ জন।
অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক তাদের বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। গত ৮ মে পূর্ব শত্রুতার জেরে আলমগীরের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ সময় বিল্লাল ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। গত ১০ মে সকালে আসামিরা পুনরায় বিল্লালের বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও অপদস্ত করে। এই ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে বিল্লাল কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের প্রো অ্যাক্টিভ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মৃতের স্ত্রী থানায় এই অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযোগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত