রবিবার, মে ১১, ২০২৫
Led04সোনারগাঁ

বিদেশী পিস্তল ও রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান।

আটককৃত যুবকের নাম আলী আকবর খান (৩০)। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান জানায়, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল থামিয়ে বিশেষভাবে তল্লাশি করা হয়। অনুসন্ধানের এক পর্যায়ে মোটরসাইকেলের টুলবক্সের ভেতর থেকে একটি অত্যাধুনিক এসটারা মডেলের বিদেশি রিভলভার এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি বলেন, আটককৃত আলী আকবর খান উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের স্বপক্ষে কোনো প্রকার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে যথাযথ আইনি ব্যবস্থায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। এই অস্ত্রের উৎস ও এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানার জন্য পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে তাকে অস্ত্র আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email