প্রবীণ সমাজকর্মী ইব্রাহিম সরদারের প্রয়াণ: পরিবার ও বিভিন্ন মহলে শোক
লাইভ নারায়ণগঞ্জ: সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নাসিমা সরদারের পিতা, প্রবীণ সমাজকর্মী ইব্রাহিম সরদার (৭৮) আজ শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফতুল্লার সস্তাপুর বাজার (মাজার) সংলগ্ন নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন।
ইব্রাহিম সরদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাসদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখা।
বিভিন্ন বামপন্থী দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।
ইব্রাহিম সরদার নারায়ণগঞ্জের স্থানীয় সামাজিক আন্দোলনে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং এলাকার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।