নানা আয়োজনে না.গঞ্জে রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
লাইভ নারায়ণগঞ্জ: চিত্রাংকন, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিনে কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকাল ৯ টায় র্যালিটি ইউনিট অফিস হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলী আহমদ চুনকা নগর পাঠাগার এ গিয়ে শেষ হয়। র্যালি শেষে ১০ টায় আলী আহমেদ চুনকা নগর পাঠাগার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সোহেল রানা, সিনিয়র আই সি ওয়াই ফোরমের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অংশ নেয় ইউএলও, বিভিন্ন স্কুল, কলেজ হতে যুব রেড ক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, জেলা ইউনিট যুব সদস্য, আড়াইহাজার, রুপগঞ্জ, বন্দর, সোনারগাঁও উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম। সাথে ছিলেন নারায়ণগঞ্জ কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও বিভিন্ন স্কুল হতে যুব আগত রেড ক্রিসেন্ট সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সর্বাত্নক সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।