শুক্রবার, মে ৯, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৩৭টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ তিতাসের অভিযানে ৩৭টি বাড়ির মোট ৫১৮ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৮ মে) দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ সদর অঞ্চলের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, হাউজিং এলাকার বহুতল আবাসিক ৩৭ টি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব ভবনে মোট ৫১৮ টি চুলা জ্বালানে হতো। এর আগেও কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। কিন্তু ভবন মালিকরা আমাদের সঙ্গে ইঁদুর বিড়াল খেলা খেলছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যারা অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের একটি তালিকা আমাদের হাতে এসেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। গোয়েন্দা সংস্থার লোকজন উক্ত বিষয় নজরদারিতে রেখেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ম্যানেজার নূরুল আফসার, ফতুল্লা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমানসহ তিতাসের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।

RSS
Follow by Email