বুধবার, মে ৭, ২০২৫
রাজনীতি

বৈদ্যের বাজারে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী যুব আন্দোলন সোনারগাঁয়ে বৈদ্যের বাজারে শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার সভাপতি মুহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর আবুল কালাম আজাদী, সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি বৈদ্যের বাজার ইউনিয়ন, মুহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহাম্মদ আব্দুল লতিফ, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, এবং হাফেজ মীর আমির হামজা, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৈদ্যের বাজার ইউনিয়ন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমরা ইসলামের ইমারত তৈরি করতে চাই। সেই ইমারতের দক্ষ কর্মীবাহিনী হতে হবে আমাদের।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জহিরুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বৈদ্যের বাজার ইউনিয়ন শাখা। পরে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মু. হাবিবুর রহমান। সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর এবং দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক। অর্থ সম্পাদক হয়েছেন মু. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, প্রকাশনা সম্পাদক মো. গোলজার হোসেন এবং দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মো. মনির মিয়া।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক হিসেবে রয়েছেন মু. গোলজার হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল্লাহ আল হাসিব, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শামিম হোসেন এবং মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো. আবুল হোসেন। উপ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মু. মোবারক হোসেন ও মো. সোহাগ।

RSS
Follow by Email