বুধবার, মে ৭, ২০২৫
Led02রাজনীতি

খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষও অপেক্ষায়: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘খুনি হাসিনার আমলে তাকে ৯ বছর জেলে রাখা হয়ে ছিলো। ফ্যাসিস্ট শেখ হাসিনা কারাগারে রেখে বেগম খালেদা জিয়াকে খাবারের সাথে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন।

মঙ্গলবার (৬ মে) সকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এসময় এক বক্তব্যে এ কথা বলেন এড. টিপু।

এসময় তিনি আরও বলেন, ‘৫ আগস্ট এর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর খালেদা জিয়া মুক্তি পেয়ে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ দেশে ফিরছেন। তাই খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীদের সাথে সাথে সাধারণ মানুষ্ অধিক আগ্রহে অপেক্ষা করছেন। এজন্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি।’

প্রসঙ্গত, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১০টা ৩৮ মিনিটে তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।

RSS
Follow by Email