ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার অপচেষ্টা চলছে: মাও. দ্বীন ইসলাম
লাইভ নারায়ণগঞ্জ: জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, নারীর অধিকার ইসলামই সর্বপ্রথম দিয়েছে। অথচ এখন ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার অপচেষ্টা চলছে। সচেতন জনগণ তা কখনোই মেনে নেবে না।
রবিবার (৪ মে) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় এক বক্তব্যে তিনি এ কথঅ বলেন।
বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কচুটিপানা নয় যে ভেসে আসছে। এটি তিলে তিলে তৃণমূল থেকে গড়ে ওঠা একটি জনভিত্তিক সংগঠন। দেশের মানুষ আজ এই সংগঠনের প্রতি আস্থা রাখছে। তাই আমাদের উপেক্ষা করে কোনো জাতীয় বা স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ করলে তা জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।