মঙ্গলবার, মে ৬, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

গুলি করার আগেই ধরা, সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আটক দুই অভিযুক্ত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা থেকে এই দুজনকে আটক করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই এলাকার সজীব রায় (২৩)।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস রাতের টহল ডিউটিতে থাকাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশের দিকে অস্ত্র তাক করে গুলি করারও চেষ্টা করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় তাদের নিরস্ত্র করে আটক করা হয়। আটককৃতদের শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি দেশি না বিদেশি, তা যাচাই করার পর নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি আরও বলেন, আটক হওয়া এই দুজন খানপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। তারা পুলিশের কাছে শিকার করেছে তারা আজমেরী ওসমানের সহযোগী ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় বৈধ অস্ত্র রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ সংক্রান্ত দুটি মামলা বিদ্যমান। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email