সোমবার, মে ৫, ২০২৫
Led01বিশেষ প্রতিবেদন

জীবন যেন হাতের মুঠোয়: না.গঞ্জে থামছে না মৃত্যুর মিছিল

# পঁচিশ দিনে ৩০ লাশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যেন মৃত্যুপুরী নেমে এসেছে। বিগত ২৫ দিনে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক উদ্ধার হচ্ছে লাশ। হত্যা, দুর্ঘটনা কিংবা আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনায় প্রতিদিনই কারো না কারো প্রাণহানি ঘটছে। স্বজন হারানোর বেদনায় প্রতিটি এলাকা যেন ভারী হয়ে উঠছে আহাজারি আর কান্নায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মাত্র ২৫ দিনে নারায়ণগঞ্জে ৩০টি তাজা প্রাণ ঝরে গেছে। এই ভয়াবহ চিত্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের সংবাদপত্রের পাতা ও অনলাইন পোর্টালগুলো যেন লাশের খবরে পূর্ণ। কখনো শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে উঠছে অজ্ঞাত পরিচয় দেহ, কখনো সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কর্মজীবী মানুষ, আবার কখনো ঘর থেকে উদ্ধার হচ্ছে হতাশার শিকার হওয়া মানুষের নিথর দেহ। এই পরিসংখ্যানে শুধু সংখ্যাই উঠে আসেনি, প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একেকটি গল্প, ভেঙে যাওয়া স্বপ্ন আর স্বজনদের অন্তহীন কষ্ট।

নগরবাসীর মতে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকেও নজর দেওয়া জরুরি। এই লাশের মিছিল থামাতে না পারলে, নারায়ণগঞ্জের সামাজিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন এবং সমাজের সম্মিলিত উদ্যোগই পারে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে।

পাঠকের জন্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদেরর ঘটনা গুলো তুলে ধরা হলো।

বন্দরে পলিথিনের গোডাউন লাশ উদ্ধার:
শুক্রবার ২ মে, বন্দরের এনসিসির ২৬ নম্বর ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায় পুরাতন পলিথিন গোডাউন থেকে জনি (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক হলেন পাশ্ববর্তী বাগবাড়ি এলাকার বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে জনি। পুলিশ জানায়, গোডাউনের ভিতরে সারি সারি পলিথিনের বস্তার ফাঁকে জনির লাশ মাথা নিচে, পা উপরে অবস্থায় পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

ফতুল্লায় ড্রেন থেকে মিশুক চালকের থেকে লাশ উদ্ধার:
বৃহস্পতিবার ১মে, ফতুল্লায় পশ্চিম শিয়াচর নুর মসজিদের সামনের ড্রেন থেকে এক মিশুক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চালক হলেন, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এনায়েত নগরের হাজী কাদির বেপারীর বাড়ির ভাড়াটিয়া আমিনুল ইসলাম (৫৮)। পুলিশ জানায়, ‘খবর পেয়ে ড্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা আমিনুল ইসলামকে হত্যা করে তার মিশুক গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে। ছিনতাইয়ের পর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে মামলা দায়ের করে, পুলিশ তদন্ত শুরু করেছে।’

মেঘনায় না.গঞ্জের কলেজ ছাত্রের লাশ উদ্ধার:
বৃহস্পতিবার ১মে, মুন্সীগঞ্জের পাশের চরকিশোরগঞ্জের ফেরিঘাটের মেঘনা নদী থেকে কলেজছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নয়ন হলেন নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ও নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। জানা যায়, নিহত নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন। ছুটির দিন হওয়ায় সহকর্মীদের সাথে বেড়াতে গিয়েছিলেন মুন্সিগঞ্জে। দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নামার পরই আকস্মিকভাবে স্রোতের টানে নয়ন নিখোঁজ হন।

সোনারগাঁয়ে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত:
বুধবার ৩০ এপ্রিল, সোনারগাঁয়ে কনকা ফ্যাক্টরির সামনে ইউটার্ন মোড়ে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় যুবক নিহত ও ১০জন আহত হয়। নিহত যুবক হলেন, নেত্রকোনার পূর্বধলা এলাকার বাসিন্দা নয়ন মিয়া (৩৭)। কাঁচপুর হাইওয়ে পুলিম জানায়, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু:
বুধবার ৩০ এপ্রিল, বন্দরে দক্ষিণ বারপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহত তরুণের হলেন বন্দরের মুছাপুর ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকার বাসিন্দা রাহীম (২৩)। পুলিশ জানায়, রাত প্রায় ২টার দিকে এক বাড়িতে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ধাওয়া দিয়ে রাহীমকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাতদের হামলায় এক নারী আহত হয়েছেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বনশ্রীর সড়ক দুর্ঘটনায় না.গঞ্জের যুবক নিহত:
বুধবার ৩০ এপ্রিল, রাজধানীর বনশ্রী এফ ব্লকের মূল সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়। নিহতদের মধ্যে চালক হলেন নারাণগঞ্জ রূপগঞ্জের বাসিন্দা নোমান। জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আসা মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নোমানের মৃত্যু হয়। এসময় অপর আরোহী মো. পাভেল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে নারীর লাশ উদ্ধার:
বুধবার ৩০ এপ্রিল, সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ‘সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার:
সোমবার ২৮ এপ্রিল, ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে পাগলা এলাকায় একটি অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়,‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারীকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছিল এবং গত রবিবার রাতে তাকে পাগলা বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা কর হচ্ছে নদীতে গোসল করতে গিয়েই অসাবধানতাবশত ডুবে গেছেন তিনি।’

ফতুল্লায় পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার:
সোমবার ২৮ এপ্রিল, ফতুল্লায় এনায়েত নগর এলাকার নবীনগর সিঁড়ি ঘাটলা এলাকার পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর হলেন একই এলাকার বাসিন্দা ও ফতুল্লা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামানের ছোট ভাই মাহমুদ। পুলিশ জানায়, দুপুরে গোসল করতে গিয়েই পানিতে ডুবে যায় তারা। এ পর্যন্ত কিশোর মাহমুদের লাশ পাওয়া গেছে। আরও একজনের নিখোঁজের সংবাদ আমরা পেয়েছি, তাকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছে।

রূপগঞ্জে বাস চাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত:
শনিবার ২৬ এপ্রিল, রূপগঞ্জে তারাব সুলতানা কামাল সেতুতে বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দোয়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে। এঘটনায় শিশুসন্তানসহ তার সহকর্মী সাবিহা চৌধুরী গুরুতর আহত হন। পুলিশ জানায়, ‘শনিবার সরকারি ছুটির দিন থাকায় বিকালে সাবিহার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের উদ্দেশে রওনা হন তারা। এ সময় তারা সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সাবিহা ও তার শিশুসন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’

বন্দরে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর মৃত্যু:
শুক্রবার ২৫ এপ্রিল, বন্দরের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকায় সমবয়সী বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে সিয়াম নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম একই এলাকার সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও শিমুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, ‘সিয়াম তার সমবয়সী বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সাঁতার জানত না বলে সে গভীর পানিতে ডুবে যায়। সিয়ামের বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দুপুর ১টার দিকে নদী থেকে তাকে উদ্ধার করে। পরে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।’

বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার:
বৃহস্পতিবার ২৪ এপ্রিল, বন্দরের দেওয়ানবাগ এলাকায় একটি রুম থেকে যুবকের ঝুলন্ত রাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক হলেন একই এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে দিপু (১৮)। পুলিশ জানায়, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দিপুর পরিবার জানিয়েছে, সে মানসিকভাবে অস্থির ছিল। তবে আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর আত্মহত্যাকারীর জামাতা ইয়াছিন আরাফাত বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।’

রূপগঞ্জে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার:
বৃহস্পতিবার ২৪ এপ্রিল, রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরীক্ষার্থী জয় আহমেদ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় বাসচালক মারুফের ছেলে। পুলিশ জানায়, বুধবারদুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রলার থেকে গোসলের উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয় জয়সহ আরও সাতজন সহপাঠী। অন্যরা নিরাপদে উঠে এলেও জয় নিখোঁজ থাকে। পরবর্তীতে ২৫ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইন ম্যানের মৃত্যু:
বৃহষ্পতিবার ২৪ এপ্রিল, আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন মৃধা (২৫) নামের এক লাইন ম্যানের মৃত্যু হয়েছে। নিহত যুবক নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন গোপালদী জোনাল অফিসের কালাপাহাড়িয়া উপকেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলো। রিমন গাইবান্ধা সদর থানার তুলসিঘাট এলাকার মৃত হাসান মৃধার পুত্র। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগ সূত্রে জানা যায়, ঘটনার সময় রিমন মৃধা উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে সুলেখা খুন:
বুধবার ২৩ এপ্রিল, আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে সুলেখা নামের এক গৃহবধুকে হত্যা অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ হলেন নারান্দী গ্রামের বাসিন্দা এবং কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তার (৪৫)। স্থানীয়রা জানায়, ‘স্বামী-স্ত্রীর মাঝে কোন একটা বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে তুলে নেন এবং ঘরের ভেতরেই সুলেখার গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর, হাতে রক্তমাখা ছুরি নিয়ে ঘরের ভেতর বসে থাকতে দেখা যায় রব মিয়াকে। বেদনার্ত গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।’

সোনারগাঁয়ে তরুণ চিকিৎসকের আত্মহত্যা:
শুক্রবার ১৮ এপ্রিল, সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার পারিবারিক কলহের জেরে অভিমানে তরুণ চিকিৎসকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত তরুণ চিকিৎসক হলেন, একই এলাকার আশেক আলীর ছেলে মো. রেদোয়ান অনিক (২৬)। স্থানীয়রা জানায়, রাতে ছোটবোনের সঙ্গে ঝগড়ার পর পরিবারের সদস্যদের অগোচরে অনিক আত্মহত্যার পথ বেছে নেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

মদনপুরে অভিমানে অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপান:
রবিবার ২০ এপ্রিল, নারায়ণগঞ্জের মদনপুর মাছের খামার এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে মিম আক্তার দিয়া (১৪)। নিহতের মা আসমা বেগম জানায়, ‘সাত মাস আগে এলাকার আবু সাঈদ নামে একজনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকেই তারা আমার মেয়েকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছে। রোজার ঈদের আগে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করে আবু সাঈদ নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় আমাদের কাছে পাঠিয়ে দেয়। পরে মোবাইল ফোনের তার সঙ্গে ঝগড়া হলে আমার মেয়ে বিষপান করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্তা ছিল।’

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে স্কুল ছাত্রের লাশ উদ্ধার:
শনিবার ১৯ এপ্রিল, রূপগঞ্জ উপজেলার ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সংলগ্ন শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্কুল ছাত্র হলেন, ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও চারিতালুক এলাকার তপনের ছেলে জোবায়ের হোসেন (১৬)। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় জোবায়ের তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বিকে নিয়ে দাউদপুর খেয়াঘাট থেকে নৌকায় ভোলাবো এলাকায় ফিরছিল। নৌকাটি শীতলক্ষ্যার মাঝামাঝি পৌঁছালে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় বন্ধুরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও জোবায়ের নিখোঁজ হয়। পরে শনিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

সোনারগাঁয়ে গলায় গামছা পেঁচানো যুবকের লাশ উদ্ধার:
মঙ্গলবার ২০ এপ্রিল, সোনারগাঁয়ে বিএনপি নেতা আতাউর রহমানের ভাড়া বাড়িতে গলায় গামছা পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক হলেন, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা আবু ইউসুফ মেহেদী (২৩)। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার:
শুক্রবার ১৮ এপ্রিল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার এক বালুর মাঠ থেকে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিদ্যুৎমিস্ত্রি হলেন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে আব্দুর রহিম। পুলিশ জানায়, ‘অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।’

বন্দরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার:
বুধবার ১৬ এপ্রিল, বন্দরের কুশিয়ারা এলাকার চন্ডিতলা এলাকার এক ডোবা থেকে শিশু মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু হলেন, বরিশালের কলাপাড়া মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে ও নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র রেদোয়ান (৯)। পুলিশ জানায়, ‘সকালে এলাকাবাসী ডোবায় ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ জানায়। পরে থানার উপ পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রাথমিব ভাবে জানা গেছে সাতার না জানায় দুর্ঘটনা বসত নিহত হয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লোক মারফতে খবর পেয়ে নিহত মাদ্রাসা ছাত্রের স্বজনরা ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের বিকল হওয়া ট্রাকে ধাক্কায় নিহত ২:
বুধবার ১৬ এপ্রিল, সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বিকল হওয়া ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা হলেন শরীয়তপুর সদরের রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও একই জেলার জাজিরা এলাকার ট্রাক চালক সুমন মিয়া (৪৪)। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক অপর একটি লো বেডের লং ভি হাইকেল বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক রুবেলকে আটক করা হয়েছে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজারে নিজ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার:
রবিবার ১৩ এপ্রিল, আড়াইহাজারে গোপালদী পৌরসভার সদাসদি উত্তর পাড়া এলাকায় নিজ ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক হলেন, একই এলাকার জাকির হোসেনের ছেলে মো. সবুজ (২৬)। স্থানীয়রা জানায়, ‘দুপুর পৌনে তিনটায় সবুজ তার ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। তার ভাই সুজন, যিনি স্থানীয় পাওয়ারলুম কারখানায় কাজ করেন, খাওয়ার জন্য বাড়ি ফিরে দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিলে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।’

ফতুল্লায় গৃহবধূ ঝর্নার ঝুলন্ত লাশ উদ্ধার:
রবিবার ১৩ এপ্রিল, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ঝর্না হলেন, একই এলাকার এলাকার জয়নাল আবেদীনের মেয়ে ও ফতুল্লার একটি ওয়ার্কশপ কর্মী মো. শারফিনের স্ত্রী। পুলিশ জানায়, ‘ওই নারীকে তার স্বামী হত্যা করেছে বলে দাবী নিহতের পরিবারের। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তার স্বামীকে আটক করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনার তদন্ত চলমান রয়েছে, সেই প্রেক্ষিতেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

রূপগঞ্জে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার:
শনিবার ১২ এপ্রিল, রূপগঞ্জে দাউদপুরের খৈসাইর এলাকার একটি পরিত্যাক্ত ভিটি থেকে কাপড়ে মোড়ানো নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, ‘নবজাতক শিশুটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে মরহেদ অন্য স্থান থেকে ঘাতকেরা ফেলে রেখে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

রূপগঞ্জে রক্তমাখা ছুরিসহ এক ব্যাক্তির লাশ উদ্ধার:
শনিবার ১২ এপ্রিল, রূপগঞ্জে পূর্বাচল উপ শহরের এক নম্বর সেক্টরের প্লট থেকে এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনা বিষয়ে তারা জানায়, ‘মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

সোনারগাঁয়ে কাশবনের ঝোপ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার:
শনিবার ১২ এপ্রিল, সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা গ্রুপের বালুর মাঠে আম বাগানের পাশে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ হলেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা ঝাউচর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৭০)। সিরাজুল ইসলামের ছেলে জানায়, বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভোগছিলেন। ঔষধ ছাড়া তিনি একদিনও চলতে পারেননা। গত ৬ এপ্রিল রবিবার সকাল ১১ টায় আমার বাবা বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আত্নীয়-স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজ খবর নেওয়ার পর কোন সন্ধ্যান না পেয়ে ৮ এপ্রিল মঙ্গলবার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছি। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে আগেই নিহতের ছেলে থানায় জিডি করেছেন সেহেতু স্বাভাবিক মৃত্যু হলেও ময়না তদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব নয়। ময়না তদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

সোনারগাঁয়ে নিজের গাঁয়ে আগুন দিয়ে যুবকের মৃত্যু:
বৃহস্পতিবার ১০ এপ্রিল, নিজের শরীলে আগুন দেওয়া যুবক মো. আশিকুর রহমানের (৩০) মৃত্যু হয়। এর ৩ দিন আগে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের নিজ বাসায় পারিবারিক কলহের জের ধরে নিজের শরীলে আগুন দেন তিনি। নিহত আশিকুর হলেন একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। তবে তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে গণমাধ্যমে জানায় স্থানীরা। পুলিশ জানায়, ‘সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক গন্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

জেলখানার পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার:
মঙ্গলবার ৮ এপ্রিল, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘বেলা ১১ টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন তারা৷ এরপর তারা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরাদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মর্গে ময়না তদন্ত্রের জন্য প্রেরণ করা হয়।’

সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু:
সোমবার ৭ এপ্রিল, সোনারগাঁও সরকারি কলেজে পানির মোটরলাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন (৪৫) একই উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত সহযোগী শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, ‘কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। প্রয়োজন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

RSS
Follow by Email