সোমবার, মে ৫, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

তুচ্ছ কথাতেই রক্তারক্তি: প্রাণ হারালো কিশোর ইয়াসিন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে কুতুবপুর এলাকায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১০ টায় লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে একদল তরুণের মধ্যে সামান্য বিষয় নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম ইয়াসিন (১৭)। সে ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। ইয়াসিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের এনায়েতনগরে মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্তবর্তী ওই এলাকায় একদল কিশোরের মধ্যে অপ্রত্যাশিতভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, কয়েকজন কিশোর ধারালো অস্ত্র দিয়ে একজনকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

RSS
Follow by Email