সোমবার, মে ৫, ২০২৫
Led02জেলাজুড়ে

দালাল পেলেই মোবাইল কোর্ট: হুঁশিয়ারি জেলা প্রশাসকের

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নবনির্মিত এই অফিস এখন থেকে পুনরায় পাসপোর্ট সেবা প্রদান শুরু করবে। এতে করে জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষ আবারও নিজ এলাকার মধ্যেই এই গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।

রবিবার (৪ মে) আনুষ্ঠানিকভাবে পুনরায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করে কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (পাসপোর্ট) মো জামাল হোসেনসহ গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অফিসে কোনো প্রকার দালালচক্রের স্থান হবে না। আমি নাগরিকদের অনুরোধ করব, কেউ যেন দালালের আশ্রয় না নেন। আমরা পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পুরনো ভবনটি ভস্মীভূত হয়েছিল। আগুনে অফিসের ভেতরের মূল্যবান আসবাবপত্র, প্রযুক্তিগত সরঞ্জাম এবং বিতরণের জন্য প্রস্তুত থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং জেলার নাগরিকদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

RSS
Follow by Email