সোমবার, মে ৫, ২০২৫
Led05অর্থনীতি

১৯ টাকা কমিয়ে এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: মে মাসের জন্য ১৯ টাকা কমিয়ে এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিলো ১৪৫০ টাকা।

আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিইআরসির কর্মকর্তারা।

প্রসঙ্গত, এপ্রিল মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। এছাড়া গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাস ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৭৮ টাকা।

RSS
Follow by Email