মহাসড়কে ডাকাতি: সোনারগাঁয়ে ‘হাত কাটা আমজাদ রকি’ গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘হাত কাটা আমজাদ রকি’ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সামবুল হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আমজাদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘হাত কাটা আমজাদ রকি’ সোনারগাঁ অঞ্চলের কুখ্যাত জঙ্গি ও ডাকাত সোহানের ঘনিষ্ঠ সহযোগী এবং অন্যতম প্রধান সহচর। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমজাদ রকি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানায়, তার দল— যেখানে জঙ্গি সোহান, ইয়াছিন আরাফাত, মোঃ শাওন, আকাশ, বুবেল, মোঃ পিয়েল, জাকারিয়া, নয়ন বন্ড, রানা, ফরিদ ওরফে বোম ফরিদ এবং কাঠ গুন্ডা জসিমের মতো দুর্ধর্ষ জঙ্গি ও ডাকাত সদস্যরা রয়েছে— দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানা এলাকায় চাঁদাবাজি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে আসছিল।
সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আমজাদ রকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রেখেছে।