রবিবার, মে ৪, ২০২৫
রাজনীতি

শিক্ষার আমূল পরিবর্তনে সংস্কার কমিশন গঠন সময়ের দাবী: জাতীয় শিক্ষক ফোরাম

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল প্রভাষক ডা. আবদুস সবুর বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম দাবী হলো সংস্কার। বিগত ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া নীতির পরিবর্তে জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে ও দূর্নীতি রোধে সংস্কার প্রয়োজন। বিশেষ করে শিক্ষা কাঠামোর ভীত মজবুত করা,সংখ্যগরিষ্ট মানুষের ধর্মীয় চেতনার আলোকে শিক্ষা কারিকুলাম গঠন ও শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় “শিক্ষা সংস্কার কমিশন” গঠন সময়ের দাবী। বিশেষ করে জুলাই অভ্যুত্থান স্বার্থক করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনে সরকারকে জরুরী পদক্ষেপ নিতে হবে। তিনি, আগামী ১০ মে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে আয়োজিত সেমিনার সফল করার আহ্বান জানান।

শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় শিক্ষক ফোরামের কার্যালয়ে মহানগরের আয়োজিত সেশনে নবনির্বাচিত দায়িত্বশীলদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগর সভাপতি আলতাফ হোসেন গাজীর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আমির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা সভাপতি মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি নিম্নোক্ত দায়িত্বশীলদের শপথ পাঠ করান সভাপতি -আলতাফ হোসনে গাজী

সহসভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক,আবদুল আলিম,সেক্রেটারি মুহাম্মদ আমির হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইয়াসিন আরাফাত,প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির,দফতর সম্পাদক মহিউদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ বেলাল মাহতাব, সহপ্রশিক্ষণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইলিয়াস হাসান,কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাজহারুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, পলিটেনিক্যাল বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, মাধ্যমিক স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুদুর রহমান, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামীম আহমদ, কেরাতুল ও ইবতেদায়ী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোয়াদ আহমদ বিশাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষক কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল, সদস্য মুহাম্মদ আল আমিন।

RSS
Follow by Email