শনিবার, মে ৩, ২০২৫
Led04

আড়াইহাজারের জোড়া খুনের এক আসামি ৫ বছর পর গ্রেপ্তার, পলাতক ১

লাইভ নারায়ণগঞ্জ: ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জেরে আড়াইহাজারের সেন্দী এলাকায় স্বপন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুল্লা মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ডেমরা থানার মাতুয়াইল আশ্রাফ আলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. গোলাম মোর্শেদ।

স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, আড়াইহাজারের সেন্দী এলাকার রুস্তম আলীর দুই ছেলে শামীম (৩০) ও হাবিবুল্লাহ (৩৪) মিলে কাহেন্দী এলাকার রহম আলীর ছেলে স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই ভাই শামীম ও হাবিবুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর থেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১, নারায়ণগঞ্জ তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি চৌকস দল অভিযান চালিয়ে পলাতক আসামি হাবিবুল্লা মিয়াকে ডেমরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অপর পলাতক আসামি শামীমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

RSS
Follow by Email