মে দিবসের র্যালিতে জব্বার ‘তন্ত্র-মন্ত্র দিয়ে অধিকার প্রতিষ্ঠা সম্ভব না’
লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১ মে) এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, রাসূল (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হতে পারে।
চাষাঢ়ায় অনুষ্ঠিত সমাবেশে মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। মানুষের বানানো কোনো তন্ত্র, মন্ত্র দিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। রাসূল (সাঃ) বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”
বিগত সময়ের শ্রমিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “বিগত আমলে একদলকে দেখেছি, তারা বড় বড় কথার বুলি দিয়ে সরকারি অর্থ লুটপাট করেছে, শ্রমিকদের দলীয় কাজে ব্যবহার করেছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আগামীতে এ ধরনের অন্যায় যারা করবে, তাদেরকে শ্রমিক জনতা রুখে দেবে। আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না, কারো উস্কানিতে অশান্তি সৃষ্টি করব না।”
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় চাষাঢ়ায় সমাবেশ শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সহ-সভাপতি মুন্সী মোঃ আব্দুল্লাহ ফাইইসুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহানগরীর কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, নির্বাহী সদস্য এরশাদ খান, ইকবাল হোসাইন ও আক্তার হোসেন। এছাড়াও মহানগরী ও থানা শ্রমিক ফেডারেশন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।