শুক্রবার, মে ২, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় রহস্যজনক মৃত্যু: ড্রেনের অন্ধকারে মিলল অজ্ঞাত লাশ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে শিহাচর এলাকার নূর মসজিদের কাছে একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ তার নাম-পরিচয় জানার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিক অনুসন্ধানে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি শরিফুল ইসলাম।

RSS
Follow by Email