শুক্রবার, মে ২, ২০২৫
Led04রাজনীতি

না.গঞ্জে মে দিবসে বক্তারা ‘শ্রমিকদের নূন্যতম মজুরী ২৫ হাজার টাকা করতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: ‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে উদ্যোগী হতে হবে। তাদের নূন্যতম মজুরী ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে। অবাধে শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে’। নারায়ণগঞ্জে মহান মে-দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এমনটা দাবী করেন।

মহান মে-দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যালি-আলোচনা সভা ও লাল পতাকা মিছিল হয়েছে। বৃহম্পতিবার ( ১ মে) সকালে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের পুরাতন কোর্ট জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় অংশ নেন।

সকাল সাড়ে ৯টায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি মে দিবসে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল বের করে।

র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ টেক্্রটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক-শ্রমিক যৌথভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। তাহলে দেশের অর্থর্নীতি এগিয়ে যাবে। মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে শ্রমিকেরা দিশেহারা। তাদের সামান্য আয় দিয়ে ব্যয়ের হিসেব মেলাতে পারছেন না। তাই শ্রমিকদের নূন্যতম মজুরী ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে। অবাধে শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

RSS
Follow by Email