বৃহস্পতিবার, মে ১, ২০২৫
রাজনীতি

কদম রসুল সেতুর ত্রুটি নিরসনের ৩ মে সংবাদ সম্মেলন

লাইভ নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর সমীক্ষা জনিত ত্রুটি নিরসনে পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়ে আগামী ৩ মে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে দলের পক্ষ থেকে এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কদম রসুল সেতুর সমীক্ষা জনিত ত্রুতি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে ২০২৫ শনিবার সকাল এগারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সম্মেলন। কদম রসুল সেতুর বিদ্যমান নকশায় সমীক্ষা জনিত ত্রুটির সমাধান না করলে তা নারায়ণগঞ্জবাসীর জন্য স্থায়ী দুর্ভোগ তৈরি হবে বলে নাগরিক আন্দোলন মনে করে। সে উদ্বেগ থেকে নাগরিকদের বর্তমান বাস্তবতা অবগত করার জন্য এই সংবাদ সম্মেলন। সম্মেলনে বিভিন্ন দৈনিক সংবাদ—পত্র, ইলেক্ট্রনিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংবাদ কর্মী ও ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

RSS
Follow by Email