বৃহস্পতিবার, মে ১, ২০২৫
Led02রাজনীতি

প্রয়োজনে রাস্তায় নেমে এক সপ্তাহের মধ্যে না.গঞ্জে আইসিইউ চালু করবো: অধ্যাপক মামুন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের জেলায় কিডনি ও হার্ট বিভাগের প্রয়োজন রয়েছে। এখানে আইসিইউ থাকলেও জনবল না থাকায় সেটি চালু করা যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে মিলে কাজ করেন। প্রয়োজনে আমরা রাস্তায় নেমে এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জে আইসিইউ চালু করতে চাই। আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি জানাব, অন্যথায় রাস্তায় থেকে আন্দোলন করবো।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রাতে দায়িত্বরত নার্সদের যেন নিরাপত্তাহীনতায় না থাকতে হয়—সে পরিবেশ তৈরি করতে হবে। শুধু আনসার দিয়ে হবে না, দুই হাসপাতালে বিকালের পর থেকে পুলিশের গাড়ি দিতে হবে। এতে দালাল ও মাদকসেবীদের দৌরাত্ম কমবে। হাসপাতালের টয়লেটে টিস্যু ও সাবান নেই, বিছানার চাদর পরিষ্কার নয়—এগুলো নিশ্চিত করতে কোনো বাজেটের দরকার নেই। রোগীদের ওষুধ দিলে হবে না, তাদের সুস্থ রাখার পরিবেশও নিশ্চিত করতে হবে। এমন সেবা দিলে মানুষ হাসপাতালের প্রতি আস্থা পাবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর মানুষ কী পেয়েছে? আমরা কর দিচ্ছি, কিন্তু সেবার জন্য আন্দোলন করতে হচ্ছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, বরং চাই জনগণের সেবক হিসেবে আপনাদেরকে দেখতে।

সভায় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

RSS
Follow by Email