বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Led02Led03রাজনীতি

কদম রসুল সেতুর নকশায় ত্রুটি, পুনঃনির্ধারণের দাবিতে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখের নকশায় ত্রুটি চিহ্নিত করে তা পুনঃনির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে ওই স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম কাজল, জাহিদুল হক দীপু, ধীমান সাহা জুয়েল, হাফিজুল ইসলাম ও আবু নাইম খান বিপ্লব প্রমুখ।

স্মারকলিপিতে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়কে সংযুক্ত করার জন্য কদম রসুল সেতু নির্মাণের সংবাদে তারা আনন্দিত। তবে, এই সেতুর নির্মাণ প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে চললেও ব্যবহারকারী নাগরিকদের সাথে প্রকল্প নিয়ে কোনো আলোচনা বা তাদের মতামত জানার উদ্যোগ নেওয়া হয়নি, যা অত্যন্ত জরুরি ছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও নাগরিকরা সে সম্পর্কে পুরোপুরি অবগত নন।

স্মারকলিপিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত কিছু প্রকল্পের প্রসঙ্গ টেনে বলা হয়, অনেক প্রকল্প পরবর্তীতে লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়েছে এবং সেগুলো উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়েছে।

কদম রসুল সেতুর বর্তমান নকশায় পশ্চিমাংশের মুখটি শহরের অত্যন্ত ব্যস্ততম সড়ক ফলপট্টি এলাকায় নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নেমেছে। নাগরিক আন্দোলন মনে করে, এটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের মানুষের জন্য ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, এক-নং রেলগেট থেকে সিরাজ উদদ্দৌলা সড়কটিতে এমনিতেই অস্বাভাবিক যানজট থাকে। তার ওপর এই এলাকায় নারায়ণগঞ্জ হাই স্কুল, নারায়ণগঞ্জ কলেজ, দিগুবাবু বাজারের প্রবেশমুখ এবং রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় যানজট আরও প্রকট হবে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।

নাগরিক আন্দোলনের নেতারা মনে করেন, এত বড় সেতুর নকশা তৈরির ক্ষেত্রে নগরের এই বাস্তবতা ও সংকট গভীরভাবে বিবেচনায় নেওয়া উচিত ছিল। তারা এই প্রকল্পে যথাযথ সমীক্ষার ঘাটতি রয়েছে বলে মনে করছেন। ঘণ্টায় কত যানবাহন চলাচল করবে এবং সংশ্লিষ্ট সড়কের ধারণক্ষমতা কতটুকু, তা নকশা তৈরির সময় সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেই এই ভুল হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

অবিলম্বে যথাযথ সমীক্ষার মাধ্যমে এই ত্রুটি সমাধান করে কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরিকল্পিত উন্নয়ন জনদুর্ভোগ বৃদ্ধি করা ছাড়া কোনো সুফল বয়ে আনে না এবং যেনতেনভাবে প্রকল্প সম্পন্ন করে জনগণের দুর্ভোগ আরও বাড়ানোর যেকোনো উদ্যোগ তারা মেনে নেবেন না।

RSS
Follow by Email