বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Led05ফতুল্লা

বুড়িগঙ্গার তীরে অজ্ঞাত বৃদ্ধার লাশ, পরিচয় খুঁজছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে একটি অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নারীর লাশ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সোমবার বিকেলে ফতুল্লার পাগলা এলাকায় ওই ঘটনা ঘটে। আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বয়সী ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানার জন্য প্রযুক্তির সহায়তার আশায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর কাছে হস্তান্তর করেছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারীকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছিল এবং গত রবিবার রাতে তাকে পাগলা বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল।

প্রাথমিক অনুসন্ধানে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিদর্শক আনোয়ার হোসেনের ধারণা, সম্ভবত নদীতে গোসল করতে গিয়েই অসাবধানতাবশত ডুবে গেছেন তিনি। তবে, তার সঠিক পরিচয় এখনও অজানা। স্থানীয়ভাবেও কেউ তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বৃদ্ধার পরিচয় শনাক্তকরণের গুরুত্ব বিবেচনা করে, পুলিশ প্রযুক্তিনির্ভর তদন্তের জন্য লাশটি পিবিআই-এর কাছে হস্তান্তর করেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই আইন অনুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

RSS
Follow by Email