বন্দরে র্যাবের জালে তরুণী, দাবি ‘মাদক কারবারি’
লাইভ নারায়ণগঞ্জ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, একটি আভিযানিক দল এক নারীকে আটক করেছে। তাদের দাবী আটককৃত নারী ‘মাদক কারবারি’। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোররাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃত নারীর নাম মোছা. সাথী মনি (২০)। সে দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর এলাকার মো. শহীদ মিয়ার মেয়ে ও মো. তাইজুল ইসলামের স্ত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (সিনি. এএসপি) মো. গোলাম মোর্শেদ।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানায়, আটককৃত অভিযুক্ত কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে এই বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে এনে নিজের হেফাজতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি দল অভিযান পরিচালনা করে তাকে গাঁজা’সহ হাতেনাতে আটক করে। এই ঘটনায় আটককৃতর বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।