মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Led05সোনারগাঁ

আন্তর্জাতিক শ্রমিক দিবস: শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যাপক প্রস্তুতি

লাইভ নারায়ণগঞ্জ: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত শ্রমিক সংগঠন “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” নারায়ণগঞ্জ জেলা শাখা। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও র‍্যালি আয়োজনের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে সোনারগাঁ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লার নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি জনাব আব্দুল মজিদ শিকদার এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমাদ ভুঁইয়া সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। তারা ১লা মে’র কর্মসূচি সম্পর্কে ওসিকে অবহিত করেন এবং সমাবেশ ও র‍্যালিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দিবসটি পালনে তারা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। আগামী বৃহস্পতিবার (১লা মে) সকাল ৯টায় কাঁচপুর বাস টার্মিনালে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর একটি র‍্যালি বের করা হবে, যা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়াও, শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ফ্রি ব্লাড গ্রুপিং) কার্যক্রম এবং অসহায় দুস্থ শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তাদের এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের অধিকারের প্রতি বৃহত্তর জনসচেতনতা সৃষ্টি হবে এবং অসহায় শ্রমিকদের কিছুটা হলেও সাহায্য করা সম্ভব হবে। তারা তাদের কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

RSS
Follow by Email