ফতুল্লায় পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ১
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এনায়েত নগর এলাকার নবীনগর সিঁড়ি ঘাটলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নিখোঁজ হওয়া আরও এক কিশোরের উদ্ধারের কাজ করছে ডুবুরিরা।
নিহত কিশোর হলেন একই এলাকার বাসিন্দা ও ফতুল্লা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামানের ছোট ভাই মাহমুদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, জানতে পেরেছি দুপুরে গোসল করতে গিয়েই পানিতে ডুবে যায় তারা। এ পর্যন্ত কিশোর মাহমুদের লাশ পাওয়া গেছে। আরও একজনের নিখোঁজের সংবাদ আমরা পেয়েছি, তাকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছে।