আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনকে ফরিদপুর বদলি
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়।
এছাড়াও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম।
জানা যায়, গত ১৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসির টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাধারণ ডায়রী (জিডি) বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেপলার করে রাখা কিছু টাকা হাতে নিয়েছেন ওসি এনায়েত হোসেন। এসময় তিনি এক ব্যক্তিকে উদ্দেশে বলছে, ‘এই টাকা দিলে মানসম্মান থাকে?’