বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
Led05আদালত

চিটাগং রোডে মোড়কবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের বিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার চিটাগং রোড এলাকায় পরিচালিত এ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে, চারটি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

অভিযান চলাকালে দেখা যায়, চিটাগং রোড এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিক ও অন্যান্য বিকল্প মোড়ক ব্যবহার করে সরকারের নির্ধারিত আইন ভঙ্গ করছে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব ও দেশীয় পাটশিল্পকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

RSS
Follow by Email