বুধবার, মে ১৪, ২০২৫
Led05রূপগঞ্জ

৫ লাখ টাকার জন্য প্রবাসী রায়হান খুন, র‍্যাবের অভিযানে আটক পরিবারের ৩ সদস্য

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিদেশফেরত যুবক রায়হান হত্যা মামলায় র‍্যাব ২৪ ঘণ্টার মধ্যে এ মামলার এজাহারভুক্ত তিন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টায় অভিযান পরিচালনা করে আড়াইহাজারবেপারী বাড়ি, বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৩ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

আটককৃতরা হলেন, তাইজুল (৪০), রাহিমা (৩৫) ও তাইরিন (১৯)।

মামলার সূত্রে জানা যায়, নিহত রায়হান রূপগঞ্জ থানার বরুনা গ্রামের বাসিন্দা মনোয়ার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। প্রবাসজীবনে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ভিত্তিতে তাইজুল তার ব্যক্তিগত প্রয়োজনে রায়হানের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে রায়হান দেশে ফিরে টাকা ফেরত চাইলে তাইজুল নানা অজুহাতে তা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন।

ঘটনার দিন, ২৪ মার্চ বিকাল ৫টার দিকে তাইজুল রায়হানকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময়ে তাইজুল ও তার পরিবারের সদস্যরা মিলে বাড়ির দ্বিতীয় তলায় রায়হানকে নৃশংসভাবে হত্যা করে এবং মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা (নং-১৯৭/২৫, তারিখ-২৪/০৩/২০২৫) রুজু করা হয়। পরবর্তীতে নিহতের পিতা আদালতে একটি নালিশ মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ২২ এপ্রিল ২০২৫ ইং তারিখে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আটককৃতদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদঘাটন এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

RSS
Follow by Email