জেলা পর্যায়ে বাড়ল এনআইডি সংশোধনের ক্ষমতা, ত্বরান্বিত হবে সেবা
লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে জটিল আবেদন নিষ্পত্তির ক্ষমতা এবার জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতেও তুলে দিল নির্বাচন কমিশন (ইসি)। এতদিন যেসব আবেদন শুধু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা এনআইডি মহাপরিচালক অনুমোদন করতে পারতেন, এখন থেকে সেগুলোর একটি অংশ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি করা যাবে।
ইসি সূত্রে জানা গেছে, সারাদেশে ঝুলে থাকা চার লাখেরও বেশি জটিল এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি জেলায় জেলা নির্বাচন অফিসগুলো এখন ‘গ’ ক্যাটাগরির অধিকতর জটিল আবেদনগুলোও পর্যালোচনা ও নিষ্পত্তি করতে পারবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ঝুলে থাকা জটিল আবেদনগুলোর মধ্যে বেশিরভাগই তথ্যভিত্তিক, যা যাচাই-বাছাই করে দ্রুত নিষ্পত্তি সম্ভব। আগেই আঞ্চলিক কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে এগুলো নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছিল। এবার জেলা পর্যায়েও এই ক্ষমতা দেওয়া হলো, যাতে জুন মাসের মধ্যে সব আবেদনের নিষ্পত্তি নিশ্চিত করা যায়।
ইসির নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র সেই আবেদনগুলোই এনআইডি মহাপরিচালকের দপ্তরে পাঠানো হবে—যেগুলো স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নয় বলে প্রতীয়মান হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন এনআইডি সংশোধনের আবেদনগুলো জটিলতার মাত্রা অনুযায়ী ক, খ, গ ও ঘ—এই চারটি ক্যাটাগরিতে ভাগ করে। এর মধ্যে ‘গ’ ক্যাটাগরির আবেদনগুলো তুলনামূলকভাবে জটিল বলে বিবেচিত হয়, যা এতদিন জেলা পর্যায়ে নিষ্পত্তির সুযোগ ছিল না।