ছাত্রলীগের বিরুদ্ধে একযোগে অভিযান: পৃথক স্থানে গ্রেপ্তার ১০, মুখঢাকা মিছিল ভাইরাল
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির সময় ফতুল্লা, আড়াইহাজার ও সোনারগাঁয়ে পৃথক অভিযানে অন্তত ১০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, “মিছিলের গোপন প্রস্তুতির খবর পেয়ে ফতুল্লা ও আড়াইহাজার থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
ফতুল্লায় গোপন বৈঠকে গ্রেফতার ৭
সোমবার ভোরে ফতুল্লার লালপুর এলাকার শিবু মার্কেট সংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ৭ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন (জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহালম, তপন ও রাসেল।
পুলিশের ধারণা, তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের পরিকল্পনা করছিলেন।
আড়াইহাজারে ছাত্রলীগ নেতা গ্রেফতার
এছাড়া আড়াইহাজার উপজেলার কল্যান্দী এলাকা থেকে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হাসানকে (২৫) গ্রেফতার করা হয়। তিনি কল্যান্দী শেখ বাড়ির কবির হাসানের ছেলে। রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে আড়াইহাজার থানা পুলিশ।
সোনারগাঁয়ে মুখঢাকা মিছিল
একইদিন ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী মুখ মাস্ক ও কাপড় দিয়ে ঢেকে মিছিল বের করে। মিছিলে ২০-২৫ জন অংশ নেয় এবং তারা ১০-১৫ মিনিটের একটি ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রচার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।