মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
Led02সোনারগাঁ

ঘোলাটে ভিডিও, স্পষ্ট বার্তা: সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে হঠাৎ করেই ঝটিকা মিছিল করে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে এই মিছিল অনুষ্ঠিত হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম।

বিক্ষোভকারীরা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগানে অংশ নিলেও, কারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি ছিল ঘোলাটে ও অস্পষ্ট। এতে মিছিলে অংশগ্রহণকারীদের মুখ চিনে ফেলা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, “আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিওটি অস্পষ্ট হওয়ায় আমরা কারা ছিল তা শনাক্তে কাজ করছি। অভিযুক্তদের আটক করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৫ আগস্টের পর থেকে সোনারগাঁয়ে আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে এটিই প্রথম কর্মসূচি। ফলে হঠাৎ এমন মিছিল নতুন করে রাজনৈতিক উত্তেজনার জন্ম দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

RSS
Follow by Email