আড়াইহাজারে আ.লীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
লাইভ নারায়ণগঞ্জ: কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করতে দেখা গেছে। রবিবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের এই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার আড়াইহাজারের খাককান্দা ইউনিয়নে এ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীদের।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন গণমাধ্যমে বলেন, শনিবার বিকেলে কৃষকলীগের কিছু সমর্থক মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।