মহানগর ইসলামী আন্দোলনের মিডিয়া সেল উপকমিটি গঠন
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের মিডিয়া সেল উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মিডিয়া সেলের সমন্বয়ক হিসেবে নগর প্রচার সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান ও সদস্য হুসাইন মুহাম্মাদ আল আমিন, মুয়াম্মার হাসান অপু, মোঃ সাব্বির হোসেন, মোঃ জামাল হোসনে, জাহিদুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ সানভীর-কে মনোনীত করা হয়।’
এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, সংগঠনের কাজকে আরো প্রচার ও প্রসার করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।