রবিবার, এপ্রিল ২০, ২০২৫
Led04রাজনীতি

না.গঞ্জে যুব শক্তির নতুন মঞ্চ ‘যুব ফেডারেশন’, নেতৃত্বে সাকিব-ইফতি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে চাষাঢ়া জেলা কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। এ সময় ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৩টি পদ কোঅপ্ট রাখা হয়।

সাকিব হোসেন হৃদয়কে আহ্বায়ক, রাকিবুল ইসলাম ইফতিকে সদস্য সচিব এবং গাজী রাকিবুল ইসলাম হিমেলকে মুখপাত্র করে নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ সুজন। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, দফতর সম্পাদক মোঃ আকাশ এবং প্রচার সম্পাদক হিসেবে শাকিব হাসান সানি নির্বাচিত হন। কমিটির বাকি সদস্যরা হলেন মোমেন হাসান প্রান্ত, মৌ রাণী দাস, রাকিব হোসেন, আব্দুর রহিম রাজু, কাজী মাশরাফি হোসেন, মিথুন শেখ ও দোলন দাস।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল, প্রতিবেশ আন্দোলনের জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি। দেশের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে রাষ্ট্রের ভূমিকা এবং সর্বোপরি যুবাদের নিয়ে সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যয় এসময় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email