শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ১১০ পুড়িয়া হেরোইনসহ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ১১ পুড়িয়া হেরোইনসহ মাহমুদুল হাসান আরমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাহমুদুল হাসান আরমান হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসু হাজী মার্কেট এলাকার বাসিন্ধা ও সিদ্ধিরগঞ্জ আওয়ামীলীগের তথ্য-সমাজকল্যান সম্পাদক হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে।

এবিষয়ে ওসি শাহিনূর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আরমানের কাছে থেকে ১১০ গ্রাম ওজনের ১১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

RSS
Follow by Email