শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, ধারণা ‘আত্মহত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিএনপি নেতা আতাউর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।

নিহত যুবকের নাম আবু ইউসুফ মেহেদী (২৩)। সে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচর্জি) মফিজ উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

RSS
Follow by Email