শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led01জেলাজুড়েবিশেষ প্রতিবেদন

না.গঞ্জে অটো রিক্সায় ভাড়াযুদ্ধ, হস্তক্ষেপে আসছে সিটি কর্পোরেশন

সামিতুল হাসান নিরাক, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে নগরবাসীর মধ্যে। যাত্রীদের অভিযোগ, বাধ্য হয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে অতিরিক্ত অর্থ দিয়ে। কোনো নির্ধারিত ভাড়া তালিকা না থাকায় চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।

নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা বলছেন, আগে যেখানে ১০ থেকে ১৫ টাকায় যাওয়া যেত, এখন সেই একই দূরত্বে দিতে হচ্ছে ২০-৩০ টাকা পর্যন্ত।

মেহেদী হাসান নামে এক কোম্পানীর কর্মকর্তা বলেন ‘ভাড়া জিজ্ঞাসা করলে চালকরা বলেন, যেতে হলে যান, না হলে নামুন। যাত্রীদের কোনো কথার মূল্য নেই।’

রাইসা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন ‘আমাদের কোনো আয় নেই। প্রতিদিন অতিরিক্ত ভাড়া দিয়ে ক্লাসে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। প্রশাসনের নজর দেওয়া উচিত।’

নিয়মহীনতা আর চালকদের দাপট যেনো শেষ নেই। বহু চালকই রুটভিত্তিক কোনো নিয়ম মানছেন না। যাত্রীদের বাধ্য করে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

নগরবাসীর দাবি জানায়, রুটভিত্তিক নির্ধারিত ভাড়া তালিকা প্রকাশ করতে হবে। প্রতিটি অটোর সামনে স্পষ্টভাবে ভাড়ার তালিকা ঝুলিয়ে দিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

কাজল কানন নামে এক ব্যাক্তি জানায়, আমরা সহযোগিতা করবো, প্রশাসন আগে এগিয়ে আসুক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যদি কার্যকর পদক্ষেপ নেয়, তারা সেটিকে স্বাগত জানাবে ও সহযোগিতা করবে।

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন যদি কঠোর নিয়ম চালু করে, তাহলে আমরা সবাই মেনে চলবো। এতে অটোর ভাড়া স্বাভাবিক হবে এবং শহরের পরিবহন ব্যবস্থায় স্বস্তি ফিরে আসবে।’

নারায়ণগঞ্জের জনগণ এক নির্দিষ্ট ও ন্যায়সঙ্গত ভাড়া নীতির জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সংকট সমাধান হলে নগরবাসীর যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করবো। ১ সপ্তাহ সময় লাগবে আমাদের এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে। আমরা একটা নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রকাশ করে দিবো। যাতে নগরবাসীর ভোগান্তি পোহাতে না হয়।

RSS
Follow by Email